১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৩ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আট কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। নগরীর প্রবেশদ্বার রহমতপুর বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার সংস্থাটির গোয়েন্দা ইউনিটের সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার ফারুক ঢাকা জেলা লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত বাবুলের ছেলে।

সহকারী পরিচালক  এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে রাজধানী ঢাকা থেকে গাঁজার একটি বড় চালান বরিশালে নিয়ে আসা হচ্ছে। আগাম ওই খবরে রহমতপুরে অবস্থান নিয়ে নির্ধারিত বাসে তল্লাশী করলেও ফারুক নামের ওই ব্যক্তিকে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা যায়। পরক্ষণে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যাগ তল্লাশী করে ৮ কেজির গাঁজার চালানটি পাওয়া গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ফারুক ইতিপূর্বে বিভিন্ন সময়ে মাদকের চালান নিয়ে বরিশালে এসেছেন এবং তা নিরাপদ গন্তব্যে পৌছে দিয়েছেন। কিন্তু এবার তার শেষরক্ষা হলো না।’

144 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন