বছরের শেষে ‘অন্তর জ্বালা’ ছবিটি দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন জায়েদ খান-পরীমণি জুটি। গত ১৫ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত এ ছবিটি।
এবার ‘অন্তর জ্বালা’ দেখতে পিরোজপুর ও বরিশাল আসছেন জায়েদ খান-পরীমণি। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তাদের পিরোজপুর যাওয়ার কথা ছিল।
কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় বিকাল ৫টায় সড়ক পথে তারা পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। পিরোজপুরের অনিমিকা সিনেমা হলে বুধবার ছবিটি দেখে বরিশালের উদ্দেশে রওনা হবেন।
চিত্রনায়ক জায়েদ খানের বাড়ি বরিশালে। আর পরীমণির পিরোজপুরে। নিজ নিজ শহরে ছবিটির প্রতি দর্শক প্রতিক্রিয়া দেখার জন্য তারা দুটি প্রেক্ষাগৃহ বেছে নেন।
বুধবার (২০ ডিসেম্বর) দর্শক সারিতে বসে তারা ছবিটি দেখবেন ও দর্শকদের প্রতিক্রিয়াও শুনবেন। এবং আগামী দিনগুলোতে ভক্তরা প্রত্যাশা কী তাও জানবেন এই জনপ্রিয় অভিনেতা।’’
বিনোদনের খবর