৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল আ’লীগে অনুপ্রবেশকারীদের তালিকা প্রকাশ, দেখুন কারা রয়েছে…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ০১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: দলের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সারা দেশে অনুপ্রবেশকারীদের তালিকা প্রণয়ন করছে আওয়ামী লীগ।

শুক্রবার (১ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছেন, অনুপ্রবেশকারী, বিতর্কিত বা অপকর্মকারী কেউ যেন আওয়ামী লীগের কোনও পর্যায়ের নেতৃত্বে না আসতে পারে, এ ব্যাপারে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

তালিকায় দেড় হাজারের মতো নাম রয়েছে। ওবায়দুল কাদের জানান, তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালটাইমস’র কাছে বরিশাল বিভাগের একটি তালিকা এসেছে। সেখানে ৪৩৩ জনের অনুপ্রবেশকারী নাম, ঠিকানা, পরিচয় ও আগের দলের তথ্য উল্লেখ করা হয়েছে। তালিকার মধ্যে রয়েছে বরিশাল জেলায় রয়েছেন ২৩১ জন, ভোলায় ১৩৬ জন, পটুয়াখালী ২৫ জন, ঝালকাঠিতে ১৫ জন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় ১০ জন ও বরিশাল মহানগরে ৬ জন।’

বরিশাল বিভাগের অনুপ্রবেশকারীদের তালিকাটি দেখতে ক্লিক করুন এখানে

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন