১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ২ ব্যবসায়ি আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ১৯ আগস্ট ২০১৭

বরিশাল শহরতলীর উলানবাটনা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের জব্বার খানের ছেলে আক্তারুজ্জামান খান (৪৮) এবং সরব আলী হাওলাদারের ছেলে রেজাউল করিম (৪২)।

বরিশাল মেট্রেপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, র‌্যাব গোপন সংবাদ পেয়ে দুই অস্ত্র ব্যবসায়িকে আটক করে। এসময় তাদের দেয়া তথ্য মতে একটি বিদেশী পিস্তল, একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করে।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে।”

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন