বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল ২০১৭
বরিশালে ভুয়া র্যাব সদস্য পরিচয় দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল বাশার নামে এক ব্যক্তিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ এপ্রিল) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
আবুল বাশার পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। পরে জামিনে গিয়ে পলাতক তিনি পলাতক রয়েছেন।’
আবুল বাশারের বিরুদ্ধে ২০১৪ সালের ৩১ মে বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এলাকার শিক্ষক আবুল হোসেন সিকদার মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে- মামলার বাদী শিক্ষক আবুল হোসেন সিকদারের বোন হেনারা বেগমের সঙ্গে বরিশাল নগরীর জিয়া সড়কের মালেক হাওলাদারের জমি-জমা সংক্রান্ত বিরোধ ছিলো। এর জেরে তদন্তের নামে ২০১৪ সালের ২৭ মে সকালে আবুল বাশার বাদীর বসত বাড়িতে যান। এ সময় সাদা কাগজে বাদী ও তার ভাইয়ের স্বাক্ষর নেন আবুল বাশার।
ওই সময় তিনি নিজেকে র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে ৩১ মে আবার আসার কথা বলে যান।
একই বছরের ৩১ মে আবুল বাশার ফের ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা তাকে নিয়ে বসেন।
এ সময় স্থানীয়দের সামনে আবুল বাশার নিজেকে র্যাব সদস্য পরিচয় দিলে তাদের সন্দেহ হয়। স্থানীয়রা র্যাব কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হতে সক্ষম হন আবুল বাশার ভুয়া র্যাবের সদস্য।
ওই সময় তাকে আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শিক্ষক আবুল হোসেন সিকদার বাদী হয়ে ওই দিনই মামলা দায়ের করেন।
পরবর্তীতে একই বছরের ৩১ জুলাই থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত সাক্ষগ্রহণ শেষে পৃথক তিনটি ধারায় আবুল বাশারকে ৪ বছরের কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।