বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০১৭
বরিশাল আদালতে সমঝোতার আবেদন দেয়ায় মামলার বাদীকে ৪ ঘন্টা গারদে আটক রেখে মুক্তি দিয়েছে। রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বিচারাধীন আদালত বাকেরগঞ্জ নলুয়ার রাহাত হোসেনকে গারদে আটক রাখেন।
রাহাত গত ১৪ মার্চ বন্দর থানায় বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় পটুয়াখালী জেলার শিয়ালী এলাকার জুয়েল চৌধুরী ও তার স্ত্রী শাহিদা বেগমকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে বলা হয়- পরিচয়ের জেড়ে তাদের উভয়ের মাঝে সুসম্পর্ক সৃষ্টি হয়। তারা মোবাইল ফোনে ৭ হাজার সৌদি রিয়াল ৯০ হাজার টাকায় পরিবর্তন করার প্রস্তাব দেয়।রাহাত রাজী হয়ে ১৪ মার্চ টাকা নিয়ে বন্দর থানাধীন দপদপিয়া খয়রাবাদ ব্রিজের কাছে যায়। অভিযুক্তরা এসে রিয়ালের বদলে কাগজ ভর্তি ব্যাগ দিয়ে ৯০ হাজার টাকা নিয়ে চলে যায়।
ওইদিনই মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।গত ৯ এপ্রিল তাদের ৫ দিন করে রিমান্ড আবেদন করে। অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবী করে জামিনের আবেদন করে। রোববার রিমান্ড ও জামিনের শুনানীর জন্য দিন ধার্য্য ছিল। বাদী রাহাত আদালতে উপস্থিত হয়ে নিজেদের মাঝে সমঝোতা করার আবেদন করেন। আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করে বাদীকে গারদে আটক রাখার আদেশ দেন।
বাদীর আইনজীবী ক্ষমা প্রার্থনা করলে আদালত মঞ্জুর করে বিকেল ৪ টায় রাহাতকে মুক্তি দেয়।”