আদালদের মামলা পরিচালনা করা নিয়ে বিরোধের জেরে জনসম্মুখে এজলাসে বসে এক প্রবীণ আইনজীবীকে মারধর করে লাঞ্ছিত করার অভিযোগে হামলাকারী সিনিয়র আইনজীবীকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করে প্রবীণ আইনজীবী মো. শারফুদ্দিন আহম্মেদ চৌধুরী (৬৪)।
আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. গিয়াসউদ্দিন কাবুলকে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়ার আদেশ দেন।
অভিযুক্ত হলেন- সিনিয়র আইনজীবী মো. তরিকুল ইসলাম দিপু মোল্লা।
এজাহার সূত্রে জানা যায়- প্রবীণ আইনজীবী শারফুদ্দিন আহম্মেদ চৌধুরী বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আমলী আদালতের বিচারধীন সিআর ৫৪/১৭ মামলায় বাদি পক্ষের মামলা পরিচালনা করার জন্য তিনি গত ২৭ এপ্রিল আদালতে বসাছিল। এসময় তার সহকারি নজরুল ইসলামকে সিনিয়র আইনজীবী মো. তরিকুল ইসলাম দিপু মোল্লা পূর্বের আক্রোশ করে মারধর করেন।
এ সময় প্রবীণ আইনজীবী শারফুদ্দিন আহম্মেদ চৌধুরী বাধা দিলে তাকেও এজলাসে জনসম্মুখে এলোপাতারিভাবে মারধর করে আহত করেন। অভিযুক্ত আইনজীবী মো. তরিকুল ইসলাম দিপু মোল্লা। পরে প্রবীণ আইনজীবীর হাত পা ভেঙে দেবে এবং চোখ তুলে নিবে বলে হুমকি দেয় তরিকুল ইসলাম। এ ঘটনায় আদালতে ৫০ লাখ টাকার মানহানী মামলা দায়ের করেন প্রবীণ আইনজীবী।”
শিরোনামবরিশালের খবর