৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশাল কান্টের জাল জাটকাসহ আটক ৫ জেলে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৭

বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে নৌ পুলিশের অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ জেলে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে  ৫০ কেজি জাটকা ইলিশ।

শনিবার ভোরে এই অভিযান চালানো হয়। পরবর্তীতে আটকদের বরিশাল নৌ ফাড়িতে আনা হয়েছে।’

অভিযান পরিচালনাকারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বরিশালটাইমসকে বলেন- জাটকা ধরা বন্ধের নিয়মিত অভিযানে অংশ হিসেবে ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার লেংগুটিয়া এলাকার কালাবদর নদীতে অভিযান চালান।

এসময় জালপাতা অবস্থায় ৫ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫০ কেজি জাটকা।

বেলা ১১টার সময় আটকদের বরিশাল আনা হয়। তাদের নির্বাহী আদালতে তুলে যথাযথ আইনে সাজা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।”

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন