বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০১৬
বরিশাল: কাশিমপুরে কারারক্ষী খুনের ঘটনার পরে বরিশাল কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারা ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি নিরাপত্তা আরও জোরদার করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
সোমবার সকালে কাশিমপুর কারাগারের অদুরে এক কারারক্ষী খুনের পরে বিকেল নাগাদ এ সংক্রান্ত একটি বার্তা আসে বরিশাল কারাগারে। ওই বার্তায় কারাগারের নিরাপত্তা জোরদার করতে সব ধরণের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বরিশাল কারাগারের একটি সূত্র জানায়, পুনরায় হামলা হতে পারে এমন ধারণা অনুমানে এনে কারাগারে নিরাপত্তা জোরদার করতে বলেছে। সেই সাথে কারাগারের ভেতরে থেকে বন্দিরা যাতে কোনোভাবেই বাইরে যোগাযোগ করতে না পারে সেটি নিশ্চিত করা হয়েছে।’
সোমবার রাত সোয়া ১২টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল কারাগারের জেলার বদরুজ্জোদা চৌধুরী জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারাগারে এই নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।