১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল গণগ্রন্থাগারে কলেজছাত্রীর শ্লীলতাহানি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩২ অপরাহ্ণ, ২৫ আগস্ট ২০১৬

বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রস্থাগারে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। গ্রস্থাগারের ষ্টাফ নজরুল এ ঘটনা ঘটালে তার বিরুদ্ধে গ্রন্থাগারের গ্রস্থাগরিক কাম উপ পরিচালক ও বিএম কলেজ অধ্যক্ষর কাছে বিচার দাবি করেছেন ওই ছাত্রী।

অভিযুক্ত স্টাফকে গ্রন্থাগার থেকে সরিয়ে নেয়ার বিষয়ে লিখিতভাবে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় গণগ্রস্থাগার কর্তৃপক্ষ।

বিএম কলেজের ওই ছাত্রী লিখিত অভিযোগে বলেন- গত ১৩ আগস্ট বিভাগীয় গ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে যান তিনি। সেখান থেকে ফেরার সময় পাঠকক্ষ সহকারী নজরুল তার সাথে অসৌজন্য আচরণ করে। এ বিষয়ে ওই ছাত্রী গ্রন্থাগারের গ্রস্থাগরিক কাম উপ-পরিচালক ও বিএম কলেজ অধ্যক্ষর কাছে বিচার দাবি করেন।

অভিযুক্ত পাঠকক্ষ সহকারী নজরুল ইসলাম জানান, ওই ছাত্রী তার পূর্ব পরিচিত। তাই তাকে কথা বলে যাওয়ার সময় পিঠে হাত বুলিয়ে দেই। কিন্তু ওই ছাত্রী এ বিষয়টি অসৌজন্য মনে করে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এ ঘটনায় তাকে বদলী করা হচ্ছে- বলে তিনি স্বীকার করেছেন।

বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম জানান, তার কলেজ ছাত্রীর সাথে গণগ্রন্থাগারের এক স্টাফ অসৌজন্য আচরণ করেছে। এ ঘটনায় তিনি উপ-পরিচালককে জানানো হয়েছে। ওই স্টাফ এখানে যেন না থাকতে পারে বিষয়ে তিনি সুপারিশ করেছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন।’

এ ব্যাপারে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের গ্রস্থাগরিক কাম উপ-পরিচালক মো. মেজবাহ উদ্দিন জানান, বিষয়টি লিখিত আকারে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন