বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০১৬
কমিটি গঠন নিয়ে দ্বন্দের জেরে বরিশাল নগরীতে গণপূর্ত অধিদফতর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্ত্বরে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোঁজখবর নিয়ে জানা গেছে- গত ২৮ আগস্ট আব্দুল ওয়াহেদ হাওলাদারকে সভাপতি এবং আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা গণপূর্ত অধিদফতর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার আদালতের রায়ে সারাদেশে গণপূর্ত অধিদফতরের প্রায় ৫ হাজার ওয়ার্কচার্জড কর্মচারীর চাকরি স্থায়ীকরণ করা হয়। এ কারণে গণপূর্তের শ্রমিক-কর্মচারিরা অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ শীর্ষ কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলটি ভাটারখাল এলাকায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে প্রবেশ করার পরপরই সাবেক কমিটির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে।
এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’