১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ২৪ দিন ধরে নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৬ অপরাহ্ণ, ০২ মে ২০১৭

বরিশালে গত ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন জনি জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতা। গত ৯ এপ্রিল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ছাত্রলীগ নেতা জনি জোমাদ্দার বরিশাল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি নগরীর বান্দরোড কোস্টাল বরফ কল এলাকার সাহেব আলী হাওলাদারের ছেলে।

এই ঘটনায় রোববার (৩০ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (নং ২১৩৭) করেছেন তাঁর স্ত্রী মো. লাবনী বেগম।

লিখিত অভিযোগের পর বিষয়টি পুলিশ তদন্ত করলেও মঙ্গলবার (২ মে) পর্যন্ত নিখোঁজ জনির সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ডায়েরির বরাত দিয়ে জানিয়েছে- গত মাসের ৯ এপ্রিল বেলা ১১টার দিকে নগরীর বান্দরোড কোস্টাল বরফ কল এলাকার নিজ বাসা থেকে একই ওয়ার্ডের কেডিসি বালুর মাঠ এলাকায় মায়ের বাসার উদ্দেশে বের হয়ে যান জনি। এরপর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে ৩ সপ্তাহ পর থানায় ডায়েরি করেন।’

ডায়েরিতে জনির বরিশাল কোস্টাল বরফ কল এলাকায় একটি ফাস্টফুডের (কায়েদ ফাস্টফুড অ্যান্ড কফি হাউজ) দোকান রয়েছে।

জনির স্ত্রী লাবনী আক্তার বরিশালটাইমসকে জানান, বাসা থেকে বের হওয়ার সময় জনির পরনে শার্ট ও প্যান্ট ছিল। তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ জনি জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। জনির নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।

পুলিশ বিষয়টি তদন্ত করেছে। তাছাড়া তাদের পক্ষ থেকেও জনির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সাধারণ ডায়েরির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সমীরন মণ্ডল বরিশালটাইমসকে জানিয়েছেন- থানায় নিখোঁজের বিষয়ে ডায়েরি করেছেন তাঁর স্ত্রী। যার তদন্ত চলমান রয়েছে।’’

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন