১ িনিট আগের আপডেট রাত ১০:৩৮ ; শনিবার ; সেপ্টেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশাল ছাত্রলীগ নেতার দাপট, রাতেই মেয়রের অ্যাকশন

বরিশালটাইমস রিপোর্ট
২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

শাকিব বিপ্লব, বরিশাল:: বরিশালের সনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থীরদের নিয়ে শিক্ষণীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে হামলা চালিছে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাফিজুর রহমান রুমি। শিক্ষার্থীরা প্রতিবাদ গড়ে তুললে মঙ্গলবার রাতে সিঅ্যান্ডবি রোড কাজীপাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সংঘাত ও ভাঙচুরের ঘটনা ঘটে। অর্ধ ঘণ্টার এই সংঘাতে ছাত্রলীগ নেতার অনুসারীরা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রবেশ করে অনুষ্ঠানস্থল তছনছ করে দেয়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। পরে সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তাপ্ত পরিস্থিতির অবসান ঘটান। এবং সংঘাত সৃষ্টির অভিযোগে ছাত্র সংগঠনের নেতা রুমিকে দল থেকে বহিস্কারের ঘোষণা দেন। এসময় স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলরকে উস্কানীদাতা হিসেবে চিহ্নিত করে কৌশলে সতর্ক করেন। বর্তমানে গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রের দাবি- রাতের এই সংঘাতের পেছনে স্থানীয় রাজনৈতিক আক্রোশ থেকে তুচ্ছ ঘটনাকে ইস্যু করে এই হামলা চালানো হয়। যা কী না পরিকল্পিত।

সূত্রমতে- একই এলাকায় গ্লোবাল বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এই দুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা স্নায়ুযুদ্ধ চলছিল। স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলর গোবাল বাংলাদেশের পক্ষ নিয়ে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের পিছু নেয়। ঘটনাচক্রে গ্লোবাল ভিলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে চার দিনব্যাপি শিক্ষণীয় একটি অনুষ্ঠান ও সেমিনারের আয়োজনকে ইস্যু হিসেবে সুযোগ নেয়। ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ওই অনুষ্ঠানের উদ্বোধনী দিন মঙ্গলবার রাতে শিক্ষার্থীরা টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখছিল। অনুষ্ঠানের এই চিত্র বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ভাগে বিশালাকায় স্ক্রিনে সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করে দেয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী সেলফি তোলার মুহূর্তে ছাত্রলীগ নেতা রুমি তার অনুসারীদের নিয়ে উপস্থিত হয়ে উত্ত্যক্ত করে পরিবেশ বিষিয়ে তোলে। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী জুবায়ের প্রতিবাদে এগিয়ে আসলে উভয়ের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। জুবায়ের সিভিল বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী এবং ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। একপর্যায়ে জুবায়ের বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অনুষ্ঠানস্থলে ফিরে যায়। কিন্তু রুমি শক্তি সঞ্চায় করে সশস্ত্র অবস্থায় দলবল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ করে জুবায়েরকে খুঁজতে থাকে। সেই সাথে ক্যাম্পাসে ভাঙচুর শুরু করে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও পেরে উঠছিল না। ফলে পরিস্থিতি আরও জটিল আকার রুপ নিচ্ছিল।

একাধিক প্রত্যক্ষদর্শী জানায়- ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিরর আনিসুর রহমান দুলাল মৃধা ঘটনাস্থলের অদুরে অবস্থান নিয়ে রুমিকে উস্কে দিচ্ছিল। ছাত্রলীগের এই নেতা স্থানীয়ভাবে তার অনুসারী বলে জানা গেছে। পক্ষান্তরে জুয়ায়ের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সির যুবলীগ নেতা সাঈদ আহম্মেদ মান্না সমর্থিত। আবার একটি সূত্রের দাবি- আলোচিত রুমি জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ এবং জুবায়ের অপর সুমন রেসনিয়াবাতের অনুসারী হিসেবে সিঅ্যান্ডবি রোড এলাকায় আধিপত্য বিস্তারের লড়াইয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সাপেনেউলে সম্পর্ক চলছিল। সংঘাতের সময় ছাত্রলীগ নেতা সাজ্জাতকে ঘটনাস্থলে দেখা গেছে। অনেকের ধারানা- গ্লোবাল ভিলেজের অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর দুলাল ও রুমিকে আমন্ত্রণ না জানানোর কারণে তারা ক্ষুব্ধ ছিলেন। তার ওপর জুবায়ের তাদের কর্মকান্ডে বাঁধা সৃষ্টি করায় সংঘাত ভাঙচুরের সুযোগ নেয়।

উল্লেখ্য- গ্লোবাল ভিলেজের ওই অনুষ্ঠানে বিদেশী অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা রয়েছে। যে কারণে এই জমকালো অনুষ্ঠানে অতিথির তালিকায় বরিশাল ও ঢাকার বিশিষ্টজনদের রাখা হয়েছে। স্পর্শকাতর এই অনুষ্ঠানস্থলে হামলা খবরে কোতয়ালি মডেল থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সংঘাত নিবারনে সর্বাত্মক চেষ্টা চালায়। কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংঘাত একপর্যায়ে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে রুপ দেওয়া হলে পুলিশ হিমশিম খায়। এই অবস্থায় সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে আসছেন এমন খবরে রুমি গ্রুপ ক্যাম্পাস থেকে নিরাপদে সটকে পড়েন। সাদিক আব্দুল্লাহ এসময় বিশ্ববিদ্যালয়ের এ অনুষ্ঠান শান্তিপুর্ণভাবে সমাপ্তে প্রশাসনের সহায়তা চেয়ে আইনশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতি দেন।

সুত্র জানায়- সাদিক আব্দুল্লাহ দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থান করলেও আলোচিত ওয়ার্ড কাউন্সিলর দুলাল মৃধা সেখানে অনপুস্থিত ছিলেন। অথচ ওই বিশ্ববিদ্যালয় লাগোয়া তার বাসভবন। তিনি এসময় এলাকাতেই অবস্থান করছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। অবশ্য মেয়র ফিরে যাওয়ার প্রাক্কালে কাউন্সিলর দুলাল তার মুখোমুখি হন। মেয়র সাদিক তাকে দেখা মাত্র উদ্ভুত পরিস্থিতিতে তার ভুমিকা জানতে চান। পাশাপাশি মেয়র তার এলাকায় অবস্থান করছেন। অথচ কাউন্সিলর হিসেবে কেন তিনি আসলেন না এমন প্রশ্ন রেখে তার উত্তর জানা আছে বলে সাদিক আব্দুল্লাহ তীর্যক মন্তব্য করেন। অবশ্য কাউন্সিলর আনিসুর রহমান দুলাল সংঘাতে যোগসূত্রের অভিযোগ অস্বীকার করে বলেছেন- মেয়র বিশ্ববিদ্যালয় অবস্থানকালে তিনি বাজারে থাকায় আসতে বিলম্ব ঘটে। এবং মেয়রের সাথে তার কোন মানসিক দুরত্ব নেই বলেও মন্তব্য করেন।

এদিকে রাতেই মেয়রের নির্দেশে ছাত্র সংগঠনের দায়িত্বশীল নেতারা রুমিকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক প্রকাশ করেন। এ রিপোর্ট লেখার প্রাক্কালে মিডিয়া দপ্তরে প্রেস বিজ্ঞপ্তির প্রেরণ করে গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে মেয়র সাদিক আব্দুল্লাহ’র ইতিবাচক ভুমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নিখোঁজ হওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ  সন্ধ্যা রাতে বঙ্গবন্ধু উদ্যানে অস্ত্রের মহড়া, তিন কিশোরকে এলোপাতাড়ি কোপাল  দুই মাস সাতদিন পর দেশে এলো সৌদি প্রবাসী মুসার মরদেহ  বাকেরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ  নির্বাচনে মার্কিনিদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ  লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা  উজিরপুরে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫  সোনার দাম আরও কমল  দীর্ঘ ১০ বছর পর কলাপাড়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন  বোরহানউদ্দিনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত