বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ৩১ জুলাই ২০১৬
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা স্বনামধন্য ব্যবসায়ী মাহমুদুল হক খান ব্যবসায়ীক কাজে তিনটি দেশ সফরে যাচ্ছেন। আজ সোমবার সকালে তিনি প্রথমে পাশ্ববর্তী রাষ্ট্র ভারতে প্রবেশ করবেন। সেখানে কার্য সম্পন্ন করে নেপালে যাবেন। শেষে মালেয়শিয়া গমন করবেন।
নিশ্চিত হওয়া গেছে- এই রাজনৈতিক তিনটি দেশে দুই সপ্তাহ অবস্থান করবেন। তার এই সফরে সঙ্গী হিসেবে থাকছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া সোয়েব মিরাজ।
মাহমুদুল হক খান মামুন ‘খান মামুন এগ্রো লিমিটেড’র চেয়ারম্যান।’ যদিও খান মামনু এরআগেও একাধিকবার ব্যবসায়ীক কাজে বিদেশ ভ্রমণ করেছেন। তবে এই প্রথম একসাথে তিনটি দেশ সফরে যাচ্ছেন।’
এই আ.লীগ নেতার সফলর সঙ্গী মিরাজ জানান- ব্যবসায়ীক কাজ শেষে তারা চিকিৎসা সেবাও নিবেন। সফর শেষে তারা যেন নির্বিঘেœ বরিশালে ফিরতে পারেন সেজন্য সকলের দোয়া চেয়েছেন।’