বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ণ, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
বরিশালে জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটি নিয়ে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আগরপুর রোড বরিশাল প্রেসক্লাবে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল নিজেকে জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার আহ্বায়ক ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি নেতাকর্মী ও বরিশালবাসীর সহযোগিতা কামনা করেন।
অপরদিকে জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. আলতাফ হোসেন ভাট্টি বাজার রোডস্থ নিজ বাস ভবনে দুপুর সাড়ে ১২টার দিকে নতুন কমিটির বিপক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করেন।
নতুন কমিটির সাথে বরিশাল জাতীয় পর্টির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে তিনি বলেন, এই কমিটি বরিশাল জাতীয় পার্টির জন্য দুর্ভাগ্য বয়ে আনবে।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, গত ১৬ জানুয়ারি কেন্দ্র তাদের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। যার অনুমোদনপত্র গত ৩০ জানুয়ারি তাদের হাতে এসে পৌঁছেছে। আগামী ৯০ দিনে মধ্যে জেলার সকল উপজেলা ও ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
অপরদিকে জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. আলতাফ হোসেন ভাট্টি জাগো নিউজকে বলেন, এ কমিটিতে দলের ত্যাগী ও সিনিয়র নেতাদের বাদ দেয়া হয়েছে। অবিলম্বে ওই কমিটি বাতিলের দাবি জানান তিনি।
উল্লেখ্য, অধ্যাপক মহসিন উল ইসলামকে আহ্বায়ক এবং মীর জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ১৬১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা জাতীয় পার্টির নতুন কমিটি গঠন করা হয়।