৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল জিলা স্কুলছাত্র সাজিদ নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ৩০ জানুয়ারি ২০১৭

জিলা স্কুলের অষ্টম শ্রেণির প্রভাতী শাখার মেধাবী ছাত্র সাকলাইন সাজিদ রোববার (২৯ জানুয়ারী ২০১৭) থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ স্কুলছাত্র সাজিদের বাবা নগরীর আমানতগঞ্জ মদীনা সড়ক এলাকার বাসীন্দা এইচএম জিয়াউর রহমান।
সাজিদের বাবা জিয়াউর রহমান জানান- সাকলাইন নগরীর বগুরারোড অপসোনিন সংলগ্ন সালাহউদ্দীন নামে এক শিক্ষককের কোচিং এ পড়তো। সেখানে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পড়ানো হয়।
রোবববার বিকেল ৫টায় কোচিং করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার পরও বাসায় না ফিরে আসাতে আমরা চিন্তিত হয়ে পড়ি। কোচিং সেন্টারে খবর নিলে সেখান থেকে জানানো হয় সাজিদ বাসার উদ্দেশ্যে বের হয়েছে। এর পর আত্মীয় স্বজন সবার বাসায় খোঁজ নেয়া হয়েছে। রাতে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে কাউনিয়া থানায় সাধারন ডায়েরি করা হয়।
সন্তানকে হারিয়ে এখন পাগলপ্রায় সাজিদের বাবা-মা। কেউ সন্ধান পেলে ০১৭১৮৭৬২০৬৪, ০১৯১৮২৭৬৮১৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সাজিদের বাবা জিয়াউর রহমান।
সাজিদের উচ্চতা আনুমানিক ৫ফুট ০৬ ইঞ্চি, গায়েরা রং ফর্সা, মুখমন্ডল গোলাকার। সাজিদ সবসময় চোখে চশমা ব্যবহার করে। মেরুন ও খয়েরী রঙয়ের জ্যাকেট এবং গ্যাভাডিং প্যান্ট পরিহিত ছিলো।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন