বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৫২ অপরাহ্ণ, ০৪ জুন ২০১৭
বরিশাল জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম রোববার (০৪ জুন) তাকে গ্রেপ্তার করেছেন।
এএসআই কামরুল ইসলাম জানিয়েছেন- মোয়াজ্জেম হোসেন চুন্নুর বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তবে এর চাইতে বেশি কিছু না বলে ওসির সাথে যোগাযোগ করতে বলেন এএসআই কামরুল।’
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- রাজধানীর শাহাবাগ থানায় দায়ের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে নিয়ে আসা হয়েছে।
কিন্তু মামলাটির বাদীর সাথে তিনি আপোষ মিমাংসা গেছেন বলে দাবি করছেন। ওই কাগজপত্র হাতে পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করবেন না কী ছেড়ে দেবেন সে বিষয়য়ে সিদ্ধান্ত নেয়া হবে।’’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র সহকারি কমিশনার (এসি) মো. শাখায়াত হোসেন জানিয়েছেন- মোয়াজ্জেম হোসেন চুন্নুকে থানা হেফাজতে রেখে কাগজপত্র নিয়ে আসছে বলা হয়েছে। দাবির স্বপক্ষের কাগজপত্র পেলে তাকে ছেড়ে দেওয়া হবে।’’