বরিশাল জেলা পরিষদ নির্বাচন: এমপি শাহে আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সংসদ সদস্য শাহে আলমের বিরুদ্ধে। এই নির্বাচনপূর্ব সংসদীয় এলাকা বানারীপাড়ায় অবস্থান করে পছন্দসই প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন। এমনকি বরিশাল জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের নিজের বাসভবনে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার আপন চাচাতো ভাই সদস্যপ্রার্থী মামুনুর রশিদ স্বপনের (ঘুড়ি মার্কা) সমর্থনে ভোট চাইছেন। পাশাপাশি প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাও চালাচ্ছেন। এমন অভিযোগ এনে বরিশাল-২ আসনের এই এমপির বিরুদ্ধে বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কাছে বুধবার লিখিত দিয়েছেন একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ জিয়াউল হক মিন্টু (তালা মার্কা)। রিটার্নিং অফিসার অর্থাৎ বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র অভিযোগপ্রাপ্তির বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছে। এই অভিযোগের একটি কপি বরিশালটাইমস কর্তৃপক্ষের কাছে এসেছে।
অভিযোগপত্রে তালা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিয়াউল উল্লেখ করেছেন- বরিশাল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় এমপি এলাকায় অবস্থান নিয়ে আছেন। এবং তার চাচাতো ভাই সদস্যপ্রার্থী মামুনুর রশিদ স্বপনের ঘুড়ি প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এক্ষেত্রে তিনি বিশেষ কৌশল অবলম্বনও করছেন। পছন্দসই প্রার্থীর পক্ষে মাঠে না নামলেও নিজ বাসায় ভোটারদের ডেকে নিচ্ছেন, দিচ্ছেন প্রলোভন। বিপরিতে চাচ্ছেন ভাইয়ের ঘুড়ি প্রতীকে ভোট। যা নির্বাচনী বিধিমালায় বেআইনি বলে অভিযোগের শেষাংশে উল্লেখ করে এমপিকে এলাকা ত্যাগের ক্ষেত্রে সার্বিক ব্যবস্থা গ্রহণে আর্জি জানানো হয়েছে।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, জিয়াউল হক নামের একজন সদস্য প্রার্থীর লিখিত অভিযোগ দিয়েছেন শুনেছি, কিন্তু এখনও হাতে পাইনি। তবে যেহেতু আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন, তাই সংসদ সদস্য শাহে আলম বানারীপাড়ায় আসার পরেই তাকে মোবাইল ফোনে নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে সম্পৃক্ত না হওয়ার অনুরোধ জানিয়েছি। তিনি (এমপি) বলেছেন, অসুস্থ মায়ের পাশে থাকতে তিনি এলাকায় এসেছেন।
তবে আনীত অভিযোগসমূহ অস্বীকার করে সংসদ সদস্য শাহে আলম সাংবাদিকদের বলছেন, জিয়াউল হকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারও পক্ষে ভোট চাই না। আমার মা অসুস্থ। তার পাশে থাকতে বাড়ি এসেছি।’
শিরোনামবরিশালের খবর