১০ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:১৯ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে নেতৃত্ব পেতে সম্ভব্য প্রার্থীদের দৌড়ঝাপ

বরিশাল টাইমস রিপোর্ট
১২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে নেতৃত্ব পেতে সম্ভব্য প্রার্থীদের দৌড়ঝাপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জাতীয় সংসদ নির্বাচনপূর্ব রাজপথে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন সংগ্রাম চাঙা করতে তৃণমূলে নজর দিয়েছে বিএনপির হাইকমান্ড। রাজনৈতিক এই দলটি জেলা-মহানগর বিএনপি ও যুবদলের কমিটিগুলো ঘোষণার পর এখন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব চূড়ান্তের কৌশল নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় দুজনকে আহ্বায়ক ও সদস্যসচিব করে কমিটি ঘোষণা করলেও বরিশালের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

তবে বিভিন্ন মাধ্যম নিশ্চিত করেছে- বিএনপির সহযোগী এই সংগঠনের শীর্ষ নেতারা চাইছেন বিভাগীয় জেলা শহর বরিশালসহ এ অঞ্চলের অপরাপর জেলাগুলোতেও শিগগিরই কমিটি অনুমোদন করতে। সেই লক্ষে তারা কেন্দ্র থেকে নানান দিকনির্দেশনাও দিচ্ছেন। বিপরিতে সম্ভব্য প্রার্থীরা কমিটির শীর্ষ পদে অধিষ্ঠিত হতে চালিয়ে যাচ্ছে বহুমুখী লবিং-তদ্বির।

বরিশাল বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে- বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির শীর্ষ অর্থাৎ আহ্বায়ক পদের প্রার্থী হতে অন্তত ৪ ব্যক্তি দৌড়ঝাপ চালিয়ে যাচ্ছেন, যার বর্তমানে একই কমিটির বিভিন্ন পদেও আছেন। এছাড়া সদস্যসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আরও দুজন। তাদের একজন রুবেল খান জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। তরুণ এই নেতা বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকারবিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে কর্মীদের বলয় নিয়ে মাঠে থাকছেন, দিচ্ছেন নিজের শক্তির জানান। একই কমিটিতে তার প্রতিদ্বন্দ্বি সম্ভব্য সদস্যসচিব প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন। স্থানীয় নেতাদের সার্বিক মূল্যায়নে এই দুই প্রার্থীর মধ্যে রুবেল খান নেতৃত্বের গুণে অবস্থানগত দিক থেকে ভাল অবস্থানে রয়েছেন। তার দিকে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের বিশেষ নজরও রয়েছে বলে শোনা যায়।

জেলা স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন- এই কমিটির শীর্ষ অর্থাৎ আহবায়ক পদে আসীন হতে একই কমিটির বিভিন্ন পদে থাকা ৫ নেতা কোমড় বেধে মাঠে নেমেছেন। তারাও বিভিন্ন মাধ্যম সমান্তরালভাবে কেন্দ্রে লবিং-তদ্বির চালিয়ে যাচ্ছেন। শোনা যাচ্ছে- প্রার্থীদের কেউ কেউ স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের ধর্নাও দিচ্ছেন।

একাধিক সূত্র নিশ্চিত করেছে- শীর্ষ পদ পেতে কমিটির বর্তমান সহসভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুর রহমান নিজাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাদি কেন্দ্রে জোর তদ্বির চালাচ্ছেন। কিন্তু প্রার্থীদের একজন রফিকুল ইসলাম জনি এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম লিপনের বিরুদ্ধে বিগত সময়ে ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রে অর্থবাণিজ্যসহ নানামুখী অনিয়মের অভিযোগ আছে। এই অভিযোগের ফিরিস্তি সম্পর্কে তাদের হাইকমান্ডও ওয়াকিবহাল। যদিও লিপন সম্ভব্য প্রার্থীদের তালিকায় নিজের নাম রাখেননি।

সূত্রগুলো জানায়, অপর প্রার্থী এম এম মালেক অপেক্ষা নিজামুর রহমান নিজাম বেশ ভাল অবস্থানে রয়েছেন। আহবায়ক প্রার্থী নিজাম ইতিমধ্যে রাজপথে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢের আলোচনায় আছেন। কর্মী-অনুসারীদের বিশাল বহর নিয়ে রাজপথে দেওয়া তার শো-ডাউন স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি কেড়েছে। তাকে ঘিরে কর্মী-অনুসারীদের রাজপথে চাঙাভাব সম্পর্কে কেন্দ্রীয় নেতা এম এম জিলানী এবং রাজিব আহসান অবগত হয়েছেন। বলা চলে তরুণ নেতা নিজামের বৃহস্পতি এখন তুঙ্গে। তার নেতৃত্বে আসার বিষয়টি রাজনৈতিক মহলে বিশেষ আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

দলঘনিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে- আহবায়ক ও সদস্যসচিব হওয়ার দৌড়ে একাধিক প্রার্থী থাকলেও নিজামুর রহমান নিজাম এবং রুবেল খানের নামটিই বেশিমাত্রায় আলোচনায় এসেছে। এই দুই নেতার সমন্বয়ে নেতৃত্ব নির্বাচিত হলে জাতীয় নির্বাচনপূর্ব সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে কিছুটা হলেও গতি বাড়বে বলে, অভিমত পাওয়া গেছে।

তবে উভয় নেতার কেউই কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। বলছেন- কর্মী-অনুসারীদের চাহিদার প্রেক্ষিতে প্রার্থী হতে চলছেন, কেন্দ্রীয় নেতারা যদি ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন করে তাহলে অবশ্যই বিশেষ পদে অধিষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।’

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল  ঝালকাঠিতে ডিসির গাড়িতে ধাক্কা: ট্রাকচালক কারাগারে  মাসব্যাপি শুরু হয়েছে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম  কলাপাড়ায় ১ টাকায় ইফতার  বাকেরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ: ১২ দিনেও হয়নি তদন্ত  রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ  পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা  সংবাদ প্রকাশের পর জীবিত হলেন সেই শিউলী!  পোলট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা লুট!  বরিশালের আগৈলঝাড়ায় পিতা-পুত্রের ইসলাম ধর্মগ্রহণ