বরিশাল: বরিশাল ও ঝালকাঠিতে নয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৬ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার লাকুটিয়া বাজার এলাকায় অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা এবং চার কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদর নেতৃত্বে ঝালকাঠি জেলা শহরের কালিবাড়ী রোড এলাকায় অভিযানে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫৭০০ টাকা জরিমানা এবং ১৭ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
ঝালকাঠির নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তারের নেতৃত্বে উপজেলা শহরের জামে মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫০০ টাকা জরিমানা এবং পাঁচ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর, বরিশালের খবর