বরিশাল টাইমস এ সংবাদ প্রকাশের পর তৎপর উপজেলা মৎস্য বিভাগ
নিজস্ব, সংবাদদাতা,দৌলতখান॥ ‘দৌলতখানে অবাধে চলছে ইলিশ শিকার শিরোনামে’ গত সোমবার (১৭ অক্টোবর) অনলাইন নিউজ পোর্টাল বরিশাল টাইমস এ
সংবাদ প্রকাশের পর তৎপর হয়ে উঠেছে উপজেলা মৎস্য বিভাগ। সংবাদ প্রকাশের বুধবার সন্ধ্যায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে মেঘনা নদীর দৌলতখান-বোরহানউদ্দিনের বর্ডারে একটি ফাইটার বোর্ড (দ্রুতগামী নৌকা) সহ চার জেলে ও ৩ হাজার মিটার জাল আটক করেন মৎস্য বিভাগ।
আটক জেলেদের মধ্যে আওলাদ নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন। বাকী তিনজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেখা নিয়ে মুক্তি দিয়েছেন।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, থানা পুলিশ সহ বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর দৌলতখান- বোরহানউদ্দিন বর্ডারে অভিযান পরিচালনা করি। এ সময় চার জেলে, তিন হাজার মিটার জাল ও একটি ফাইটার বোর্ড (দ্রুতগামী নৌকা) আটক করা হয়।
মূলত এরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারে যাচ্ছিল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক জেলে আওলাদকে জরিমানা করা হয়। বাকী তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় সর্তক করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আটক ফাইটার বোর্ড নিলামে বিক্রি করা হয়েছে। জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান। এ সময় দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ সংগীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
বিভাগের খবর, ভোলা