বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজছাত্রকে কুপিয়ে জখমের প্রতিবাদে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠীরা। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে তারা।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আহত ছাত্র সোহেল চৌধুরীকে (২০) শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কলেজের টেক্সটাইল বিভাগের সপ্তম সেমিষ্টারের ছাত্র।
সহপাঠী সাব্বির জানায়, সন্ধ্যায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথার লেকের পাড়ে লেকভিউ’র সামনে সোহেলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় সে ক্যাম্পাসে গেলেও তাকে ক্যাম্পাসে প্রবেশ কিংবা টহল পুলিশ তাকে কোন সহযোগিতা করেনি।
খবর পেয়ে কলেজের ছাত্রারা এসে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের অর্থপেডিক্স বিভাগে ভর্তি করেন।
চিকিৎসক জানিয়েছেন, সোহেলের ডান হাতে কোপের কারণে টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া বাম পায়েও কোপ রয়েছে। তবে সে অশংকামুক্ত।
এদিকে সহপাঠিকে কুপিয়ে জখমের প্রতিবাদ ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে ওই রাতেই ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপি অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে আশ্বাস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জানান, কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
তবে বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অবরোধের কারণে দুই পাশে আটকে পড়া যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আহত ছাত্র জানায় লেকের পাড়ে মোবাইলে কথা বলা অবস্থায় হঠাৎ এক যুবক এসে তার ওপর হামলা চালায়। এসময় তিনি তাকে ধরে ফেলেন।
তখন ওই যুবক তাকে বলেন- অন্য কাউকে উদ্দেশ করে কোপ দিয়েছিল। কিন্তু ভুলবশত তাকে কুপিয়ে জখম করার জন্য দুঃখিত বলে দ্রুত কেটে পড়ে। তবে ওই যুবকে সে চেনেন না বলে জানিয়েন আহত কলেজছাত্র।’
বরিশালের খবর