বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৬
বরিশাল: বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। সম্প্রতি মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই দুই পুলিশ সদস্য হলেন- ডিবির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস ছালাম এবং পুলিশ কনেস্টবল মো. ছালাম।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ কমিশনার (এসি) ফরহাদ সরদার জানান- এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা ও ৬০ বোতল ফেনসিডিলসহ আটকের পর তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিযোগের পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে তদন্ত করলে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়।’
যে কারণে ডিবির উপ-পুলিশ কমিশনারের নির্দেশে দায়িত্ব পালন থেকে অব্যহতি দিয়ে তাদের দুইজনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’
ফরহাদ সরদার আরও জানান- এই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করার জন্য হেডকোয়টার্সে সুপারিশ চাওয়া হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেলে তাদের দুইজনকে সাময়িকভাবে চাকুরিচ্যুত করা হবে।’