বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে ১৪ ধারালো অস্ত্র উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
২০ ফেব্রুয়ারি গভীর ওই গ্রামের ০৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন আব্দুর রহিম খানের ছেলে মো. ইমরান খাঁনে (১৯) বাসায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান বরিশালটাইমসকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ইমরান খাঁনের বসতঘরের খাটের নিচ থেকে দেশীয় লোহার তৈরী রামদা ৮ টি রামদা ও দেশীয় লোহার তৈরী ছেনা ৬ উদ্ধার করা হয়।
কিন্তু অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে ইমরান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই হেলাল।’
শিরোনামOther