বরিশাল: বরিশাল-ঢাকা রুটের নৌপথে স্বাচ্ছন্দ্য আর আরামদায়ক যাত্রী পরিবহনে আসছে অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিলাসবহুল এ লঞ্চটির চলাচল উদ্বোধন করবেন।
নৌ পরিবহন মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোশেনের (বিআইডব্লিউটিসি) বিলাসবহুল এ জাহাজের যাত্রী ধারণক্ষমতা ৭৫০ জন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৬ কোটি ৫৯ লাখ টাকা।
দ্বিতলা বিশিষ্ট জাহাজের দৈর্ঘ্য ৭৫ দশমিক ৫০ মিটার এবং প্রস্থ ১২ দশমিক ৫০ মিটার। জাহাজে ভিআইপি ফ্যামিলি স্যুট চারটি (গোলাপ, শাপলা, টিউলিপ, পদ্ম)।
এছাড়া প্রথম শ্রেণির সিঙ্গেল ফ্যামিলি স্যুট (ডাবল বেডের কাপড়) ১৮টি, প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন চারটি। প্রথম শ্রেণির ডাবল কেবিন ৩৪টি এবং দ্বিতীয় শ্রেণির চেয়ার সিট ৪২টি। সেই সঙ্গে ডেকে প্রায় ৫৫০ যাত্রীর জায়গা হবে।
জাপানি শক্তিশালী দুই ইঞ্জিন বিশিষ্ট জাহাজটি বাংলাদেশের একটি বেসরকারি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান নির্মাণ করেছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।