ভোলার দৌলতখান উপজেলা থেকে ডাকযোগে বরিশাল হয়ে রাজধানীতে পাঠানোর পথে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদরাসা শিক্ষা বোর্ডের স্নাতক উত্তরপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি একটি পার্সেল গায়েব হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ডাক বিভাগ।
যার অংশ হিসেবে বরিশালেও তদন্ত শুরু করা হয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) সকালে তদন্ত কমিটির একটি দল বরিশাল পোস্ট অফিসে আসেন।
তদন্ত কমিটির প্রধান খুলনা পোস্ট অফিসের আরএমএস শাখার ই-বিভাগের সুপারিনটেনডেন্ট আবু সাঈদ মৃধার নেতৃত্বে দুই সদস্যের দলটি বুধবার বরিশাল পোস্ট অফিসের আরএমএস শাখার কর্মকর্তা ও কর্মাচারীদের সঙ্গে কথা বলেন। এমনকি পার্সেল পাঠানোর রেজিস্ট্রার খতিয়ে দেখেন তারা।
তদন্ত কমিটির প্রধান আবু সাঈদ মৃধা জানান- গত ১৪ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলা থেকে ডাক যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদরাসা শিক্ষা বোর্ডের স্নাতক উত্তরপত্রসহ গুরুত্বপূর্ণ নথি বরিশালে পাঠানো হয়।
বরিশাল থেকে পার্সেলটি গায়েব হয়। পার্সেলটি গায়েবের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে স্থানীয় কর্তৃপক্ষ। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে বিষয়টি অবহিত হন।
এরপর তাকে প্রধান ও পরিদর্শক আবুল কালাম আছাদকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।
তিনি আরও জানান, উত্তরপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র কারো গাফিলতির কারণে হারানো গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বরিশাল পোস্ট অফিসের আরএমএস শাখার কর্মকর্তা ও কর্মাচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
Other