বরিশাল নগরীতে ফাতেমা তুজ জোহরা সেতু (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সোমবার দুপুরে ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ এলাকার সেলিম রেজার মেয়ে ফাতেমা তুজ জোহরা সেতু সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
শেবাচিম ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান- দুপুরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফাতেমা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল-শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।”
বরিশালের খবর