১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল নগরীতে পাওয়ার ক্যাম্পইনের ভ্যাট আড্ডা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ২৭ ডিসেম্বর ২০১৬

বরিশাল নগরীর ‘শহীদ কাঞ্চন’ উদ্যানে গতকাল বিকেলে ভ্যাটের বোঝা কমাও শীর্ষক ভ্যাট আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ট্যাক্স পাওয়ার ক্যাম্পেইন বরিশালের আয়োজনে এই আড্ডার প্রধান আলোচক ছিলেন, কাস্টমস এক্সইজ এ্যান্ড ভ্যাট’র রাজস্ব কর্মকর্তা আকম আলী আসগর।

 

বিশেষ আলোচক ছিলেন দৈনিক বরিশালের কথার সম্পাদক মীর মনিরুজ্জামান। আড্ডায় প্রধান আলোচক বলেন- প্রভাবশালি লোকদের কারণে উৎপাদক ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভ্যাট এবং ট্যাক্স আদায় করা সম্ভব হচ্ছে না। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে উল্টো আমাদের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কাছে অভিযোগ যায়।

 

তিনি আরও বলেন- কর ফাঁকিও যেমন আছে, তেমনি আদায়ও আছে। তিনি বলেন- ক্রেতারা যদি মূসক চালান নেয় তাহলে বিক্রেতারা ভ্যাট ফাঁকি  দিতে পারবে না। যুবকদের উদ্দেশ্য বিশেষ আলোচক মীর মনিরুজ্জামান বলেন- কর ফাঁকি রোধ করতে এবং সরকারি কর্মকর্তাদের ভুলগুলো ধরিয়ে দিতে যুবকদের আরও সচেতন ও প্রতিবাদি হতে হবে।

 

ট্যাক্স পাওয়ার ক্যাম্পেইন বরিশালের সেচ্ছাসেবক এবং ইউথ ভয়েসের সভাপতি শাকিলা ইসলাম, সাধারণ সম্পাদক মীর অলি উজ্জামান, ময়ূরী আক্তার টুম্পা ও কাওছার আহমেদ।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন