বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৩৬ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০১৭
বরিশাল নগরীতে ব্যাপক শিলাবৃষ্টি হচ্ছে। শনিবার (১৮ মার্চ) বেলা সোয়া ১২টা থেকে শিলা ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে- বেলা সাড়ে ১২টা থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত সাড়ে ৩ তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই সময় বেশকিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়।