বরিশাল নগরীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে আবু সালেহ (১৬) নামে এক স্কুলছাত্রকে লোহার রড পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর। রোববার রাত সাড়ে ৮টার দিকে শহরের সাগরদী শেরেবাংলা সড়কে এই ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ ওই এলাকার বাসিন্দা ও বরিশাল নগরীর নুরিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। খবর পেয়ে বরিশাল মেট্রেপালিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এর আগেই হামলাকারী হৃদয় পালিয়ে গেছে।
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদ্বাশ শ্রেণির ছাত্র হৃদয় ওই এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে।
বরিশাল কোতয়ালি পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে বলে জানিয়েছে ওসি মামুন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে- নিহত আবু সালেহ’র সাথে হামলাকারী হৃদয়ের সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই বিষয়টি নিয়ে সাম্প্রতিকালে উভয়ের মধ্যে মারামারিও হয়।
মূলত সেই মারামারির ঘটনায় ক্ষুব্ধ হৃদয় রোববার রাতে আবু সালেহকে একা পেয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে আবু সালেহ রক্তাক্ত জখম হলে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালি পুলিশ স্কুলছাত্রের মরদেহ সুরতাহল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে। ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন জানিয়েছেন- স্কুলছাত্রের পরিবারের পক্ষে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত হৃদয়কে আটকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।’
শিরোনামবরিশালের খবর