বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ১৩ এপ্রিল ২০১৭
যে কোন ধরণের জঙ্গি তৎপরতা ও অনাকাঙ্খিত ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে বরিশাল নগরীতে বসানো হয়েছে সিসিটিভি। আড়াই কোটি টাকা ব্যায়ে নগরীর প্রবেশদ্বারগুলোসহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় এ সিসিটিভি বসানো হয়। যদিও এই প্রকল্পের আনুষ্ঠানিকতার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসি। কিন্তু বৈশাখ আয়োজন বানচাল করতে সম্প্রতি জেএমবি সংগঠন বোমাহামলার হুমকি দেয়ায় আগেভাগেই উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে। সিটি কর্পোরেশন এই প্রকল্পটি অনেকটা অনানুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে।
যার ধারাবাহিকতায় বৈশাখের আগে অর্থাৎ আজ বৃহস্পতিবার সিসিটিভিগুলো একযোগে চালু হচ্ছে। মেয়র আহসান হাবীব কামাল সদর রোডে কোন প্রান্তে দাড়িয়ে সুইচ চেপে এই প্রকল্প উদ্বোধন করবেন। তবে সিটি কর্পোরেশনকে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ করবে কিনা এমন একটি প্রশ্ন থাকলেও বিসিসি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ বিভাগ মত দিয়েছে।
ফলে দীর্ঘদিন বিদ্যুৎ অভাবে বন্ধ থাকা এই প্রকল্পটি চালু করার ক্ষেত্রে আর কোন বাঁধা রইল না। কারণ সিটি কর্পোরেশনের কাছে অন্তত ২৭ কোটি টাকা বকেয়া বিল পাবে বিদ্যুৎ বিভাগ। ওই টাকা না দিতে পারায় সম্প্রতি কর্পোরেশনের বেশ কয়েকটি অফিসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ।
বরিশাল সিটি কর্পোরেশনের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে নগরীতে সিসিটিভি চালুর বিষয়ে অনেক আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ২ কোটি ৫৯ লাখ টাকায় শহরের বিভিন্ন এলাকায় ২৬১ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গত বছরের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ করা হয়। বিসিসির সহকারি প্রকৌশলী ওমর ফারুক জানিয়েছেন, সম্প্রতি জঙ্গি হামলার হুমকি আসায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে সিসিটিভি চালু করার উদ্যোগ নেয়া হয়।
তবে সল্প সময় হাতে থাকার কারণে উদ্বোধনে তেমন একটা আনুষ্ঠানিকতা করা হয়নি।
এই সিসিটিভির স্থাপনের ফলে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটবে বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া পুলিশও অতি সহজেই জটিল ঘটনা এই সিসিটিভির মাধ্যমে আয়ত্বে নিতে পারবে।’’