৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশাল নগরীর চিহ্নিত মাদক বিক্রেতা প্রেস সুমন ফেন্সিডিলসহ আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ২৯ এপ্রিল ২০১৭

বরিশাল নগরীর চিহ্নিত মাদক বিক্রেতা প্রেস সুমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) তাকে নগরীর পলাশপুর কাজী বাড়ি মসজিদ এলাকা থেকে আটক করা হয়।

আটক সুমন নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের মৃত আলী আজিম খানের ছেলে।

তিনি এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। কিন্তু জামিনে মুক্তি পেয়েই ফের জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়।

অভিযান পরিচালনাকারী কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহীউদ্দিন ও সেলিম রেজা জানিয়েছেন- গোপন সংবাদে অভিযান করে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন