বরিশাল নগরীর চিহ্নিত দুই মাদক বিক্রেতাকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে তাদের নগরীর ২ নম্বর ওয়ার্ডের পিছনের স্কুল এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন- নবগ্রাম রোড এলাকার আনিস হাওলাদারের ছেলে মো. সুরুজ হাওলাদার (২২) এবং বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ৭ নম্বর ওয়ার্ডের তোফায়েল খানের ছেলে মো. সজল খাঁন (২৩)।
তারা দুইজনেই বরিশাল নগরীর চিহ্নিত মাদক বিক্রেতা। বরিশালের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
বরিশাল গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচ এম রেদওয়ানুল ইসলাম গোপন সংবাদে অভিযান চালিয়ে সুরুজ হাওলাদারকে ২৩০ পিস ইয়াবা ও সজল খানকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়।
এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলার উদ্যোগ নিয়েছে গোয়েন্দা পুলিশ।’’
শিরোনামবরিশালের খবর