১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল নগরীর মেডিক্যাস ফার্মেসীতে নিষিদ্ধ ওষুধ বিক্রি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৫ অপরাহ্ণ, ০৭ ডিসেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল নগরীর ওষুধ বিক্রয় প্রতিষ্ঠন দি মেডিক্যাস ফার্মেসীতে বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম। শহরের লাইন রোডের মুখের এই প্রতিষ্ঠানটিতে শনিবার দুপুরে র‌্যাবের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে। পরে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে জরিমানাও করেছে।

বরিশাল র‌্যাব কার্যালয় সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ সহকারে তাদের একটি টিম দি মেডিক্যাস ফার্মেসীতে হানা দেন। সেখান থেকে ৫ লাখ টাকা সমমুল্যের বিক্রি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে। এই ঘটনায় প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।’

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন