৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল নগরীর রুপাতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক পলাতক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ২৫ মার্চ ২০১৭

বরিশাল নগরীর রুপাতলীতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মিলেছে। শনিবার (২৫ মার্চ) ধর্ষিত শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তবে ঘটনার পর থেকে স্কুলছাত্রীর ধর্ষক আবুল কালাম (৪৮) পলাতক রয়েছে বলে স্কুলছাত্রীর পরিবার দাবি করেছে।

ধর্ষেণের শিকার শিশুটি রুপাতলী আদর্শ সড়কের বাসিন্দা ভ্যানচালক জামাল হোসেনের মেয়ে।

স্থানীয় একাধিক ব্যক্তি বরিশালটাইমসকে জানান- মেয়েকে নিয়ে স্থানীয় জাহাঙ্গীরের ভাড়া বাসায় কয়েক বছর ধরে বসবাস করছেন তার মা সুফিয়া বেগম। মেয়েকে বাসায় রেখে পপকর্ন বিক্রি করতে যান তিনি। কয়েকদিন ধরে মেয়ের কাছে নগদ টাকা দেখে মায়ের সন্দেহ হয়। তিনি (শিশুর মা) মেয়েকে কারন জিজ্ঞেস করলে স্বীকার করে পাশের বাসার ভাড়াটিয়া রিকশাচালক আবুল কালাম বাসায় ডেকে প্রতিবার নিয়ে ১০ টাকা দিয়ে ধর্ষণ করেছেন। কিন্তু বিষয়টি মেয়ে ভয়ে মায়ের কাছে বলেনি।’’

ধর্ষিত শিশুটি জানায়- তার মা বাসা থেকে বের হবার পরই কালাম কাকা তার বাসায় ডেকে নেয়। এর পর দরজা আটকে আমাকে ১০ থেকে ২০টাকা দিতো মজা কেনার জন্য।’

ঘটনা জানাজানি হবার পর শনিবার শিশুকে হাসপাতালে ভর্তি করা হলে ধর্ষক আবুল কালাম গাঢাকা দেন।

বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী কাকুলী বেগম বরিশালটাইমসকে জানান- বিষয়টি আগে আমরা জানতাম না। শিশুটির মায়ের কাছ শোনার পরই আমরা কালামের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছি।”

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ মোল্যা বরিশালটাইমসকে জানান- প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। গাইনী ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে ওসিসিতে পাঠানো হবে।’’

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) আসাদুজ্জামান বরিশালটাইমসকে জানান- এ ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। তবে অভিযোগ হাতে পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন