বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৩ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত এক আদেশ বিসিসিতে এসে পৌঁছেছে।
বরিশাল নির্বাচন অফিসের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এই তথ্য জানিয়ে বলেন- আগামী ১৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেয়ায় শেষ দিন, পরের দিন বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি।
উল্লেখ্য- গত ১২ নভেম্বর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল কবির রেজবি চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এর পর থেকে ওয়ার্ডটি শূন্য রয়েছে।
বর্তমানে এই ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর