বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর এলাকায় যানবাহন চলাচল ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য নিয়োজিত মোবাইল পার্টি ও ডিবি পুলিশের সদস্যদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ সদস্যহীন বরিশাল নগরের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কাজে ফিরলে শিক্ষার্থীরা উঠে যাওয়ার পরপরই তীব্র যানজটের শহরে পরিণত হয়েছে বরিশাল।
নাগরিকরা বলছেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বরিশাল শহরজুড়ে নতুন নতুন ব্যাটারিচালিত রিকশা আর অটোরিকশা ভরে গেছে। সেইসঙ্গে অনভিজ্ঞ চালক ও আইন অমান্যকারীদের সংখ্যাও বেড়ে গেছে।
আর এসব কারণে নগরে দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি সব প্রধান সড়কে তীব্র যানজট লেগে থাকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, যা আগে কখনো হয়নি।
এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনবিহীন যানবাহন রোধে পুলিশ বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের।