বরিশাল: নগরীর বান্দ রোড মেডিকেল সংলগ্ন নার্সিং কলেজের পুরাতন হোস্টেল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে কলেজের আবাসিক কয়েকজন ছাত্রী আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।’
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার কর্মীদের প্রচেষ্টায় প্রায় সাত লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয় বলে জানান তিনি।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর