বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ০১ মার্চ ২০১৭
বরিশাল নগরীতে সামিট ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০১ মার্চ) ভিডিত্ত কনফারেন্সর মাধ্যমে গণভবনে বসে এ প্রকল্পটি উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ২০২১ সালে ২৪ হাজার, ২০৩১ সালে ৪৩ হাজার ও ৪১ সালে ৬০ হাজার মেগাত্তয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ সম্পন্ন করা হবে।’’
৯৬ সালে ক্ষমতায় আসার পূর্বে বিদ্যুৎ নিয়ে দেশে হাহাকার ছিল। তিনি বলেন- আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। আজ এ দেশের ৮০ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে।’’
প্রধানমন্ত্রী আরও বলেন- বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বিএনপি নেত্রীর ছেলে বিদ্যুৎ এর নামে দিয়েছিল খাম্বা। আর হাত্তয়া ভবনে বসে দুর্নীতি, লুট-পাট করা ছাড়া আর কিছুই দিতে পারেনি। পরে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানে বরিশালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রক্ষিত ফলক উম্মোচন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।’
বরিশাল বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জালানী খনিজ সম্পদ মন্ত্রালয়ের আয়োজনে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. গাজী সাইফুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) শেখ মোহম্মদ মারুফ হাসান, নগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, পুলিশ সুপার এসএম আখতারুজ্জামান ও সামিট বরিশাল অঞ্চলের ব্যাবস্থপনা পরিচালক আবদুল ওয়াদুদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন পেশার মানুষ।’’
সামিট বরিশাল পাত্তয়ার লিমিটেড নগরীর রূপাতলী ৯.৯০একর জমির ওপর ১১০ মেগাত্তয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন। ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে বানিজ্যিক ভাবে উৎপাদন শুরু করেন সামিটের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।’’