বরিশাল: পরিবার-পরিজনের ঈদ উদযাপন করেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষজন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সারাদিনই রাজধানীমুখী মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে বরিশাল নৌ বন্দরে।
সন্ধ্যা নামতেই বন্দরে থাকা ঢাকাগামী লঞ্চগুলোর ডেকে জায়গা দখল হয়ে যায় যাত্রীদের উপস্থিতিতে।
এদিকে, যাত্রীদের নিরাপত্তা দিতে বন্দরের প্রবেশ দ্বারগুলোতে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সন্দেহজনক যে কাউকে তল্লাশি করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে, টার্মিনালজুড়ে কোস্টগার্ড, আনসার ও পুলিশের টহল রয়েছে। নদীতে নৌ পুলিশের টহল ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্মড ব্যাটালিয়নের পুলিশের সহযোগিতায় লঞ্চগুলোতে নজরদারি রাখছেন।
ওএছাড়া স্কাউট, মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের সদস্যদেরও টার্মিনাল এলাকায় সক্রিয় অবস্থানে দেখা গেছে।তবে ঈদের পরবর্তী কয়েকদিনের কোনো টিকিট নেই লঞ্চগুলোতে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর