১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল পটুয়াখালি বরগুনার ৭ টি রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৬ অপরাহ্ণ, ০৯ এপ্রিল ২০১৭

বাস শ্রমিকদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার ৭টি রুটে সরাসরি বাস চলাচল শুক্রবার (৭ এপ্রিল) বিকেল থেকে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

এমনকি কবে নাগাদ এই অচলাবস্থা কাটবে তাও সুনির্দিষ্ট বলতে পারছে না বাস মালিক বা শ্রমিক নেতারা। তবে রোববার বেলা একটার দিকে রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানিয়েছে, বিষয়টি সুরহায় পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন অতি তাড়াতাড়ি সমাধান হবে।

বাসমালিক ও শ্র“মিক ইউনিয়ন সূত্র জানায়, শুক্রবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে নিউ আমান পরিবহনের একটি বাস পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে লেবুখালী ফেরিঘাটে যাত্রী উঠানোকে কেন্দ্র করে পটুয়াখালী মালিক সমিতির আওতাধীন নিউ পর্যটক নামের একটি বাসের শ্রমিকদের সাথে এ নিয়ে বাকবিতান্ডা হয়।

ওই সময় নিউ পর্যটক বাসের চালক জাফর ও তাঁর সহযোগীরা নিউ আমান বাসের সুপারভাইজার মো. সবুরকে মারধর করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী মালিক সমিতির আওতাধীন নিউ পর্যটক নামের ওই বাসটি বরিশালের রূপাতলী বাস টার্মিনালে পৌঁছালে বাসটির চালক জাফর ও সুপারভাইজার বাহারকে নিউ আমান বাসের শ্রমিকেরা পাল্টা মারধর করেন।

এ খবর পটুয়াখালীর বাসশ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা পটুয়াখালী থেকে বরিশাল পথে বাস চলাচল বন্ধ করে দেন।

এমনকি বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা বাসও তাঁরা পটুয়াখালীতে ঢুকতে দেননি।’

মালিক সমিতির শীর্ষ নেতারা জানিয়েছেন- দুই জেলার শ্রমিকদের মধ্যে সমঝোতার জন্য তাঁরা চেষ্টা করছেন। এ নিয়ে তাঁরা একটি বৈঠক ডেকেছেন।”

58 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন