৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল স্বাভাবিক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ৩০ জানুয়ারি ২০১৭

আড়াই ঘণ্টা পর বেলা সাড়ে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার সকাল ৮টার দিকে বোয়ালিয়া বাজার সংলগ্ন বেইলি ব্রিজের পাত সরে গেলে বরিশাল-পটুয়াখালী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, ব্রিজের প্লেট সরে গিয়ে কাভার্ডভ্যানটির সামনের একটি চাকা আটকে যায়। ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। রেকার এনে গাড়িটি উদ্ধার করা হয়।পরে ব্রিজ মেরামত শেষে যান-চলাচল স্বাভাবিক হয়।

এই দুর্ঘটনার পর বরিশাল থেকে বরগুনার আমতলী, পটুয়াখালী, পায়রা বন্দর ও কুয়াকাটার সঙ্গে সড়ক পথে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট দেখা দেয়।”

67 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন