বরিশাশ শহরের পদ্মা ডিপো থেকে চোরাই পথে তেল সরবরাহের অভিযোগে সজল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) শহরের কেডিসি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সজল ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বরিশালটাইমসকে জানান, কীর্তনখোলা নদীতে নোঙর করা পদ্মা ডিপোর একটি জাহাজ থেকে ট্রলার যোগে তেল চুরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি এলাকায় অভিযান চালানো হয়।
ওই সময় সেখান থেকে সজল নামে ওই যুবককে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।
পরে তার কাছ থেকে প্রথমে ২ ও পরে আরও ৩ ড্রাম পেট্রোল জব্দ করা হয়। তবে এ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান।’
বরিশালের খবর