১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দু’গ্রুপের সংঘর্ষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৯ অপরাহ্ণ, ০৩ মে ২০১৭

আধিপাত্য বিস্তার কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাকারিয়া নামে এক ছাত্র আহত হয়েছেন।

বুধবার (৩ মে) দুপরে ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে তাৎক্ষণিক বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপাত্য বিস্তার কেন্দ্র করে সিভিল ডিপার্টমেন্টের মনির, নাদিম মিলে ফাইম গ্রুপের সমর্থকদের ওপর চড়াও হয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগ সমর্থিত দু’টি গ্রুপের সদস্য।

সংশ্লিষ্ট আলেকান্দা ফাঁড়ির টিএসআই নজরুল ইসলাম বরিশালটাইমসকে জানান- বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।”

59 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন