বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ১৩ কেজি গাঁজাসহ সুজন চন্দ্র দাস নামে (২২) এক মাদক ব্যবসায়ি আটক হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে কাশিপুর ইউনিয়নের বিল্লবাড়ি গণপাড়া সৎসঙ্গ মন্দিরের পাশ থেকে তাকে আটকে সফলতা পায় পুলিশ।
আটক সুজন চন্দ্র দাস ওই এলাকার নৃত্য হরিদাসের ছেলে। তবে তিনি এলাকায় সকলের কাছে মাদক ব্যবসায়ি ছিসেবে পরিচিত। বিমানবন্দর থানা পুলিশের তাকে বাগে নিতে একটি মোক্ষম সুযোগ খুঁজছিল। যে কারণে একাধিক টিম তার গতিবিধির ওপরে নজর রাখছিল। সর্বশেষ পুলিশ নিশ্চিত হয় সুজনের বাড়িতে মাদকের একটি বড় চালান মজুত রয়েছে।
মূলত সেই গোপন সংবাদের ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাসায় বিমানবন্দর থানার চৌকশ পুলিশ কর্মকর্তা ওসি মো. আনোয়ার হেসেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল। এছাড়াও এই অভিযানে অংশ নেন সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস, এসআই সুমন চন্দ্র হালদার এবং সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ইউসুফ।
তাদের ঘণ্টাব্যাপি শ্বাসরুদ্ধকর অভিযানে একপর্যায়ে আটক হন মাদক ব্যবসায়ি সুজন চন্দ্র দাস। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বাড়ির পাশে পোল্ট্রি খামারের ভেতরে বিপুল পরিমান গাঁজা মজুত করেছেন। সেই খবরে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি তদন্ত এ আর মুকুল জানিয়েছেন- এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।’’
শিরোনামবরিশালের খবর