৩১ িনিট আগের আপডেট বিকাল ৩:৫৪ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশাল প্রেসক্লাবের কার্যক্রম চলতে বাধা নেই

বরিশালটাইমস রিপোর্ট
৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দৈনন্দিন ও উন্নয়নমূলক ও স্বাভাবিক কার্যক্রম আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত ক্লাবের কার্যকারী পরিষদকে চলমান রাখার অনুমতি দিয়েছেন আদালত। ১ নম্বর বিবাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো: হাদিউজ্জামান এ আদেশ প্রদান করেন। এর আগে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত বছরের ৫ নভেম্বর মামলা দায়ের করেন প্রেসক্লাবের কয়েকজন সদস্য ও সহযোগী সদস্য। ওই মামলায় আদালত প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত বছরের ৫ নভেম্বর মামলা দায়ের করেন ক্লাবের ১জন সদস্য ও ৫জন সহযোগী সদস্য। ওই মামলায় সাংবাদিক বান্ধব গঠনতন্ত্র চান বাদী পক্ষ। এর প্রেক্ষিতে গত ৬ নভেম্বর বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

এ অবস্থায় প্রেসক্লাবের ২ নম্বর বিবাদীর পক্ষে আইনজীবী এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল সময়ের প্রার্থনা করেন। পরে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় আদালতের শোকজ নোটিশের প্রতি শ্রদ্ধা রেখে কার্যকারী পরিষদের নির্বাচন স্থগিত রাখা হয়। উদ্ভুত পরিস্থিতিতে মামলার ১ নম্বর বিবাদী প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ক্লাবের স্বার্থে দৈনন্দিন ও উন্নয়নমূলক কার্যক্রমসহ আনুসঙ্গিক ও স্বাভাবিক কাজকর্ম আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কার্যনির্বাহী কমিটিকে চলমান রাখার অনুমতি প্রদানের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করে আবেদন করেন।

পাশাপাশি মামলার ১ নম্বর বাদী কাজল ঘোষ গং বিবাদী পক্ষের আবেদনের বিষয়ে প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে গঠনতন্ত্র সংশোধন ও আগামী নির্বাচন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কার্যনির্বাহী কমিটির কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে অনাপত্তি জানিয়ে আদালতে অপর একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানী শেষে আদালত গতকাল বিবাদী এবং বাদী উভয়ের আবেদন মঞ্জুর করেন। মামলাটি পরিচালনা করেন বাদী পক্ষে অ্যাডভোকেট আজাদ রহমান ও বিবাদী পক্ষে অ্যাডভোকেট হুমায়ুন কবির হিমু ।’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নলছিটিতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ  লালমোহনে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু  নিষেধাজ্ঞায় কর্মহীন রাঙ্গাবালীর জেলেরা  এবার ছাত্রলীগের সাবেক ২ নেতাকে চাকরি দিলেন পলক  বাজেট হবে গরিববান্ধব: অর্থমন্ত্রী  ২৩৯ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী  অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পদক্ষেপ জানতে চাইলেন জাপানের রাষ্ট্রদূত  বোরহানউদ্দিনে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার  নায়ক ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই  তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু