বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের ছোট ভাই মনা আহম্মেদের বিরুদ্ধে একটি কোম্পানির সেলস অফিসারকে পিটিয়ে প্রায় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১টার দিকে শহরের বাজার রোড এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার মনু মিয়া নামের ওই ব্যক্তি মেঘনা গ্রুপ অব কোম্পানির সেলসম্যান হিসেবে বরিশাল বিভাগে কর্মরত রয়েছেন।
এই হামলার খবর পেয়ে বরিশাল কোতয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশপাশি এই ঘটনায় একটি অভিযোগ নিয়ে হামলাকারী মনা আহম্মেদ ও সন্ত্রাসী বাজার রোড এলাকার বাসিন্দা হালিম চৌধুরীকে (৩৫) খুঁজছে।
হামলার শিকার মনু মিয়া বরিশালটাইমসকে জানিয়েছেন- সাম্প্রতিকালে বাজার রোড এলাকার ‘আব্দুর রাজ্জাক ট্রেডার্সে’র কর্মচারী চান মিয়াকে (১৮) সাম্প্রতিকালে স্থানীয় সন্ত্রাস হালিম চৌধুরী মারধর করেন।
সেই বিষয়টি সমাধানে সালিশ বিচারে অংশ নেন মেঘনা গ্রুপ অব কোম্পানির সেলসম্যান মনু মিয়া। ওই সময় মনু মিয়া ও হালিম চৌধুরীর মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হয়।
এতে ক্ষুব্ধ সন্ত্রাসী হালিম চৌধুরী ‘বন্দুকযুদ্ধে’ নিহত শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের ভাই ভাড়াটে সন্ত্রাসী মনা আহম্মেদকে ব্যবহার করেন।
অভিযোগে বলা হয়েছে- সোমবার বাজার রোডে সন্ত্রাসী মনা আহম্মেদকে নিয়ে হালিম চৌধুরী মেঘনা গ্রুপ অব কোম্পানির সেলসম্যান মনু মিয়াকে মারধর করেন। একপার্যায়ে তার সাথে থাকা ৮৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বরিশাল মেট্রেপালিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন বরিশালটাইমসকে জানিয়েছেন- এই ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
এই বিষয়ে জানতে অভিযুক্ত মনার মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ত জানিয়েছে পরবর্তীতে যোগাযোগ করতে বলেন।
উল্লেখ- ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক নিহত হয়েছেন।’
শিরোনামবরিশালের খবর