বরিশাল বিএনপির তৃণমূলে কমিটি গঠন কার্যক্রম স্থগিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বিএনপির তৃণমূল পর্যায়ে কমিটি গঠন কার্যক্রম কেন্দ্রের নির্দেশে স্থগিত করা হয়েছে। দলটির দায়িত্বশীলরা জানিয়েছেন, গতকাল শনিবার রাতে কেন্দ্র থেকে ফোন করে ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সব কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়। স্থানীয় দায়িত্বশীলরা বলেছেন- শনিবার রাতে মৌখিক আদেশ দেওয়া হলেও রোববার সন্ধ্যা পর্যন্ত লিখিত আদেশ বরিশালে আসেনি।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বরিশালটাইমসকে বলেন, আগামী ৫ নভেম্বর দলের বিভাগীয় মহাসমাবেশ হবে। তাই মহাসমাবেশ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নগরের ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ওয়ার্ড কমিটি গঠনের পর কিছুটা বিশৃঙ্খলা হয়। পদবঞ্চিতরা নানা অভিযোগ তুলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। তাই নগর কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন শুধু ৫ নভেম্বরের মহাসমাবেশ নিয়ে কাজ করার জন্য।
জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান নান্টু বরিশালটাইমসকে বলেন, মৌখিক নির্দেশ পেয়েছেন; কিন্তু কোনো লিখিত আদেশ পাননি। লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত এটাকে নির্দেশনা বলে মনে করেন না। জেলা শাখার আওতাধীন ইউনিটের কর্মিসভা অব্যাহত থাকবে।
জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ বরিশালটাইমসকে বলেন, তাঁরা এখন শুধু মহাসমাবেশ সফল করার কার্যক্রম চালাবেন।
গত বছর ৩ নভেম্বর মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মহানগর শাখা ৩০ ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়ার পর চলতি মাসে আহ্বায়ক কমিটি গঠন শুরু করেছে। এ পর্যন্ত ১৬টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে পকেট কমিটি গঠনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। ফলে ওয়ার্ডগুলোতে বিক্ষোভসহ অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। দুই জেলা শাখার অধীন ইউনিট কমিটি পুনর্গঠনের জন্য আগের কমিটি ভেঙে দেওয়ায় সংশ্নিষ্ট এলাকায়ও নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা চলছে।
শিরোনামবরিশালের খবর