বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ১২ আগস্ট ২০১৬
বরিশাল: বরিশাল আদালতে অগ্নিসংযোগ করার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলয় জেলা বিএনপির সভাপতি মো. এবায়দুল হক চাঁনসহ ১০ নেতাকর্মীকে আসামী করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হোসাইনের আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. হেলালুজ্জামান।
অভিযুক্তরা হলেন- বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম শাহীন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান মিন্টু, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ৯নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রাহাত, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শহিদুল হাসান আজিম, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাব্বির, ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ওরফে মারুফ এবং মহাগনর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর একেএম জাহিদুল কবির।
এজাহার সূত্রে জানা যায়. ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি পালনের লক্ষ্যে ২০১৫ সালের ১২ মার্চ রাত পৌঁনে দশটায় বরিশাল জেলা জজ কোর্ট কম্পাউন্ডের মধ্যের পশ্চিম উত্তর কোনের একতলা টিন সেটের বিল্ডিংয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া) আদালতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ফলে আদালতের আসবাবপত্র, বিচারিক নথি, বিদ্যুতের লাইন, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। এ ঘটনায় তার পরের দিন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বাদী হয়ে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ১০ নেতাকর্মীকে নামধারী আসামী করে থানায় বিশেষ আইনে একটি মামলা দায়ের করেন।’