বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ডাকে বৈঠকে যাচ্ছেন বরিশালের ১৪ নেতা। আগামী শনিবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকায় বিএনপির সর্বোচ্চ কেন্দ্রীয় ফোরাম জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
ওই বৈঠকে অংশ নিতেই এসব নেতারা ঢাকায় যাবেন। এসব নেতাদের মধ্যে যাঁরা ঢাকায় অবস্থান করছেন, তাঁরা সরাসরি নির্বাহী কমিটির বৈঠকে গিয়ে যোগ দেবেন বলে শোনা গেছে।
বরিশাল বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে- আগামীকাল শুক্রবার (০২ফেব্রুয়ারি) বরিশালে থাকা দলীয় নেতারা ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।
খালেদা জিয়ার ডাকে বরিশালের নেতাদের ঢাকায় যাওয়ার বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
খোঁজখবর নিয়ে জানা গেছে- ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলর অনুষ্ঠিত হয়। এর প্রায় সাড়ে চার মাস পরে গঠন করা হয় ৫০২ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর এ নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা। কিন্তু বর্তমান কমিটি এই প্রথমবারের মতো আগামী শনিবার বৈঠকে বসছে।’
বিএনপি দলীয় সূত্র জানায়, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ অন্যান্য আসামিদের রায় প্রদানের দিন ধার্য করেছেন আদালত। এ রায়ে খালেদা জিয়ার সাজা হলে পরবর্তীতে কোন পথে এগোবে বিএনপি, তা পরামর্শ করতেই জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
খালেদার সাজা হলে আন্দোলনের কর্মসূচি কি হবে, কিভাবে মাঠে সক্রিয় থাকতে হবে, এসব বিষয়েও ওই বৈঠক থেকে সারাদেশের বিএনপি নেতাদের দেয়া হবে বিশেষ নির্দেশনা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আছেন বরিশালের ১২ নেতা।
এই নেতারা হচ্ছেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নাননু।
এছাড়া সদস্য পদে আছেন- উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সাবেক সাংসদ আবুল হোসেন, ডা. শাহীন হাসান ও আজিজুল হক আক্কাস।’
অন্যদিকে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে আছেন সাবিউদ্দন আহম্মেদ। তিনিও থাকবেন নির্বাহী কমিটির বৈঠকে।
এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে না থাকলেও পদাধিকার বলে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন ওই বৈঠকে যোগ দেবেন।
বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বরিশালটাইমসকে বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়ার ডাকে আমরা ঢাকায় যাচ্ছি। জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হবে, আমরা যোগ দেব সেখানে। বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।’
বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বরিশালটাইমসকে বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে সাজানো, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় ঘোষণার আগে দলের নির্বাহী কমিটির এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বৈঠক থেকে ভবিষ্যতের করণীয় নির্ধারণের পথ বেরিয়ে আসতে পারে।’’
শিরোনামবরিশালের খবর